নখ রাখুন খেয়ালে, আদরে, যতনে
নখ হল সৌন্দর্য্যের গুরুত্বপূর্ণ অংশ। নোংরা নখ নিয়ে গেলে আপনার ব্যক্তিত্বের সবটাই মাটি হয়ে যায়। তা ছাড়া নখের নোংরা থেকে আমাদের নানা রোগ হয়। তাই এই পাঁচ সহজ উপায়ে নখের খেয়াল রাখুন---
১) নখ ভাল রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল নিয়মিত ব্যবধানে নখ কাটা। একটা নির্দিষ্ট মাপে সাত বা দশদিন অন্তর নখ কেটে গোল করে ফাইল করুন।
২) বেবি অয়েলের সঙ্গে আয়োডিন মিশিয়ে রোজ নখে লাগান। এতে একদিকে নখের উজ্জ্বতা বাড়ে, অন্যদিকে নখকুনি বা ওই জাতীয় রোগ বা নখ ভেঙে পড়ে না।
চুল পড়ছে? কীভাবে রোধ করবেন জানুন
৩) নখে লেবুর রস মেশান। এরপর তাতে নখ ডুবিয়ে রাখুন মিনিট দুয়েক। তারপর পরিষ্কার তোয়ালে বা গামছ দিয়ে মুছে নিন। কিছুদিনের মধ্যেই ফল হাতেনাতে থুড়ি নখেনখে নজরে পড়বে।
৪) রোজ স্নান করবার সময় এবং প্রয়োজনে পরে লম্বা নখে সাবনজল আর ব্রাশ দিয়ে ভাল করে ঘষবেন।
৫) নখের বৃদ্ধির জন্য গরম জলে ৪-৫ টেবল চামচ নুন দিয়ে নখ ডুবিয়ে রেখে তার উপর চাপ দিলে ভাল ফল পাবেন। এটি দিনে দুবার করুন।