নিজস্ব প্রতিবেদন: মিলছে বিশেষজ্ঞদের সমীক্ষা? কারণ তারা জানিয়েছিলেন মে মাস আসতেই কমবে আক্রান্তের সংখ্যা। কিন্তু সেটা স্বস্তির নয়। কারণ, এরপরই ঢুকতে পারে তৃতীয় ঢেউ। তবে যদি এই সময় সাবধান হয়ে যান, শুধরে ফেলেন নিজের কিছু অভ্যাসকে, তাহলে আটকে ফেলা যাবে বলে জানাচ্ছেন তারা। কিন্তু কতটা সম্ভব তা নিয়ে আশঙ্কা থাকছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন  ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩২ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে মৃত্যু হার সেই এক জায়গাতেই রয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪১৭ জনের। মোট করোনায় আক্রান্ত  ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ২৯ হাজার ৩০০৩ জন। মৃত্যু সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২ । আর এই সংখ্যাটাই ভয় দেখাচ্ছে। মুখ থুবড়ে পড়েছে হাসপাতাল পরিকাঠামো। 


 



২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ১৫ কোটি ৭১ লক্ষ ৯৮ হাজার ২০৭ জন।