ওয়েব ডেস্ক: ব্রেন স্ট্রোক? প্যারিলিসিস? ভয় পাবেন না। শুধু সুস্থ করে নয়, এখন রোগীকে সচল করেও বাড়ি ফেরাচ্ছেন চিকিৎসকেরা। আধুনিক এই চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে কলকাতায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ব্রেন স্ট্রোক। হাজার হাজার টাকা খরচ। এরপর অনেক ক্ষেত্রেই দেখা যায় শরীরের কোনও অংশে প্যারিলিসিস। কোনও মতে প্রাণে বাঁচিয়ে রোগীকে বাড়িতে ফেরান চিকিৎসকেরা। কিন্তু সে দিন এখন শেষ।


এখন এসে গিয়েছে, স্ট্রোক রিহ্যাব পদ্ধতি। কী এই পদ্ধতি? আসুন এক নজরে দেখে নেওয়া যাক। এই নয়া পদ্ধতিতে স্ট্রোকের চিকিৎসার পর প্যারালিসিস থেকে রোগীকে মুক্তি দিতে চিকিৎসা করা হয়। এর জন্য হাসপাতালের মধ্যেই থাকে জিমখানা। প্যারালিসিস আক্রান্ত রোগীর ফিজিওথেরাপি যেমন চলে, তেমনই তাঁর আত্মবিশ্বাস ফেরাতে নানা পদ্ধতি অবলম্বন করা হয়।


তবে এক এক ক্ষেত্রে এক এক রকম পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। খাস কলকাতাতেই এমন চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। যেখানে ব্রেন স্ট্রোকের পর প্যারালিসিসে আক্রান্ত হয়েও সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন সত্তর বছরের বৃদ্ধাও।


অনেকেই ভাবছেন, এই রিহ্যাব পদ্ধতিতে হয়ত বিপুল খরচ। কিন্তু চিকিৎসকেরা বলছেন, খরচ খুব একটা বেশি নয়।