ওয়েব ডেস্ক : একটি রক্ত পরীক্ষা। আর সেটিই আপনাকে বলে দেবে, ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে কি না। অত্যন্ত উন্নত প্রযুক্তির এই ব্লাড টেস্ট খুব সঠিকভাবে আপনার হার্টের স্বাস্থ্য নির্ধারণে সক্ষম হবে। গবেষণাটি চালিয়েছে লন্ডনের কিংস কলেজ। মোট ৪০০০ জনের উপর এই পরীক্ষা চালানো হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মূলত রক্তে উপস্থিত ট্রোপোনিন প্রোটিনের মাত্রার উপর নির্ভর করে হৃত্পেশীর স্বাস্থ্য। হৃত্পেশীতে কোনওরকম প্রদাহ তৈরি হলে রক্তে ট্রোপোনিনের পরিমাণ বেড়ে যায়। হার্ট অ্যাটাকের সম্ভাবনা নির্ধারণের ক্ষেত্রে ট্রোপোনিন বায়োমার্কার হিসেবে কাজ করে থাকে। যার উপর ভিত্তি করেই এই রক্ত পরীক্ষার রেজাল্ট নির্ধারণ করা হয়েছে।


আরও পড়ুন, কলার প্রতি কামড়ে ম্যাজিক!


আরও পড়ুন, শসা খান বুঝেশুনে, নইলে ঘটতে পারে ভয়ঙ্কর বিপদ!