নিজস্ব প্রতিবেদন: এ বার করোনা সংক্রমণ ঠেকাতে নতুন পথে আশার আলো দেখাতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি পরীক্ষামূলক প্রয়োগের জন্য অক্সফোর্ডে হাইড্রক্সিক্লোরোকুইন আর অ্যাজিথ্রোমাইসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। করোনা আক্রান্তদের উপর এই পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। এর পাশাপাশি ৫০০টিরও বেশি কার্যালয়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের উপরে এই পরীক্ষা চালানো হবে বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাইড্রোক্সাইক্লোরোকুইন ভারতে সহযোগী ওষুধ হিসেবে করোনার বিরুদ্ধে কাজ করলেও মার্কিন রিপোর্ট অনুযায়ী, সে দেশে এই ওষুধ তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। উল্টে, অনেক রোগীর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়ে গিয়েছে হাইড্রোক্সাইক্লোরোকুইনের প্রয়োগে। তাই মার্কিন বিজ্ঞানীদের থেকে ছাড়পত্র পায়নি ভারতের পাঠানো এই ওষুধ।


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জন্য হাইড্রোক্সিলোকুইকিন ব্যবহার করা হলেও অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করা হয় ব্যাক্টেরিয়া ঘটিত সংক্রমণ রোধের জন্য। তাই করোনাভাইরাসের চিকিৎসায় এই দুই ওষুধ কতটা কার্যকরী হতে পারে, সেটা জানতেই এই পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। এই বিষয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবীণ ব্যক্তিদের বিশেষ করে যাঁদের বয়স পঞ্চাশের বেশি, তাঁদেরকেই এই পরীক্ষার জন্য বেছে নেওয়া হতে পারে।


আরও পড়ুন: ভারতেই শুরু হল করোনা টিকা তৈরির তোড়জোড়! হাত মেলাল ICMR আর ভারত বায়োটেক


এই পরীক্ষামূলক প্রয়োগের প্রধাণ উদ্দেশ্য হল, এক সপ্তাহে এই দুই ওষুধ নির্দিষ্টি পরিমাণে প্রয়োগের পর ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কতটা সক্ষম তা দেখে নেওয়া। এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই এই ওষুধ প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।