নিজস্ব প্রতিবেদন:  জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের COVID-19 vaccine আবেদনপত্র  সরিয়ে নিল Pfizer। ভারতে টিকা অনুমোদনের জন্য প্রথম এই সংস্থাই ড্রাগ কন্ট্রোল জেনারাল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-র  কাছে আবেদন করেছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিবৃতি প্রকাশ করে Pfizer জানিয়েছে,  ডিসিজিআই-এর বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করার পর জানা গিয়েছে জরুরিকালীন ব্যবহারের অনুমোদনের জন্য আরও অতিরিক্ত কিছু তথ্যের প্রয়োজন। যা এই মুহূর্তে Pfizer-এর কাছে নেই। তাই আবেদন তুলে নিতে হল। 


তবে আর কি Pfizer ভারতে টিকা দেবে না? Pfizer জানিয়েছে তারা আগামীদিনে পুনরায় তথ্য জোগার করে আবেদন করবে। সংস্থা জানিয়েছে ভারত সরকারের ব্যবহারের জন্য টিকা তৈরি করবে তারা। গোটা বিষয়টি নিয়ে যোগাযোগ রাখা হবে অনুমোদন কর্তৃপক্ষের সঙ্গে।