ওয়েব ডেস্ক: আমাদের সবারই অল্পবিস্তর ত্বকের সমস্যা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা যায় তা রিঙ্কেল। একটু বয়স হলেই তার ছাপ আমাদের ত্বকের ওপর পড়তে থাকে। এই রিঙ্কেলের হাত থেকে মুক্তি পাওয়া সহজ নয়। অনেক ট্রিটমেন্টের পরেও ত্বকের রিঙ্কেল কমানো যায় না। তবে এবার এই রিঙ্কেল কমানোর এক অভিনব উপায় এসে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিঙ্কেল কমানোর জন্য সবথেকে বড় ওষুধ হল ঘুম। সারাদিনের ক্লান্তির পর দিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম খুবই জরুরি। ঘুম সঠিক না হলেই দেখা দেয় নানারকম সমস্যা। দেখা দিতে পারে চোখের নিচে কালি। এমনকি রিঙ্কেলও দেখা দেয় এর জন্য।



রিঙ্কেল ফ্রি ত্বকের জন্য এক বিশেষ ধরণের বালিশ এনেছে এক সংস্থা। এই বালিশটার দুটো দিক ইংরেজী অক্ষর C এর মতো। কিন্তু সাধারণ বালিশের থেকে এই বালিশে কী এমন রয়েছে যাতে আমাদের রিঙ্কেল কমে যাবে? এই C আকারের বালিশের সঙ্গে আমাদের চোখ, চোয়াল এবং গাল সংস্পর্শে থাকে। এর ফলে আমাদের ঘুম খুব ভালো হয়। নাক ডাকার প্রবণতা যাঁদের রয়েছে, তাঁরাও এই বালিশ ব্যবহার করতে পারেন। এর ফলে নাক ডাকাও কমে যায়। ঘুম ভালে হলেই আমরা রিঙ্কেল কমাতে পারব।