নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দেশব্যাপী  Covid vaccination drive শুরু করতে চলেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ কর্মকর্তা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নীতি আয়োগের (NITI Aayog)সদস্য ভি কে পল জানিয়েছেন, ভ্যাকসিন কোটা তাদের স্বাস্থ্যসেবা কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যগুলিতে বরাদ্দ করা হবে।ভ্যাকসিনেশন পোগ্রাম শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে কাজ করা হচ্ছে। দু-দিন পরই এটি হতে চলেছে, বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচী। 


৩,০০০ কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। প্রতি সেন্ট্রারে প্রত্যেকদিন ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। টিকাকরণের প্রক্রিয়া সফলভাবে এগোলে এরপর লক্ষ্য ৫০০০টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। 


প্রথম ধাপেই প্রায় ৩০০ মিলিয়ন ঝুঁকিপূর্ণ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। যার মধ্যে ৩০ মিলিয়ন স্বাস্থ্য ও প্রথমসারির কর্মীদের। টিকাকরণের কর্মসূচী শুরু হওয়ার পর, প্রধানমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ করতে পারেন।