ওয়েব ডেস্ক: গর্ভবতী অবস্থায় মহিলাদের শুধু শরীরেরই আকৃতি পরিবর্তন হয় না, বরং পরিবর্তন হয় তাঁদের মস্তিষ্কেরও। এমনটাই মত বিজ্ঞানী এবং গবেষকদের। নিউরোসায়েন্সের একদল বিজ্ঞানী এই কথা জানিয়েছেন। নেদারল্যান্ডের লেইদান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গর্ভবতী মহিলাদের উপর পরীক্ষা করে এই তথ্য জানিয়েছেন। দলের গুরুত্বপূর্ণ সদস্য এলসেলাইন হোকজেমা বলেছেন, 'আমরা পরীক্ষা করে দেখেছি যে, এমনি সময় মেয়েদের মস্তিষ্কের আকৃতি যেমন থাকে, পেটে সন্তান বাড়তে থাকার সঙ্গে সঙ্গে মেয়েদের মস্তিষ্কেরও পরিবর্তন হতে থাকে। তবে, আমরা এখনও সঠিক করে বলতে পারব না, ঠিক কতদিন পর্যন্ত মেয়েদের মস্তিষ্কের এই পরিবর্তনটা থেকে যায়। কারও কারও ক্ষেত্রে এটা এক কিংবা দু'বছর। কারও ক্ষেত্রে আবার বুড়ো বয়স পর্যন্তই থেকে যায়।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আমির খানকে ঘৃণা করি বললেন সলমন খান!


ওই গবেষক দলের মতে, গর্ভবতী অবস্থায় থাকাকালীন মেয়েদের মস্তিষ্কের এই পরিবর্তন তাঁদের সহ্যসক্তি বাড়ায়। আরও বেশি অনুভূতিপ্রবণ করে তোলে। সেইজন্য প্রসববেদনার মতো অত্যন্ত কষ্টকর যন্ত্রণাও মেয়েরা সহ্য করতে পারে।


আরও পড়ুন  অশ্বিন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর কী বললেন হরভজন?