ওয়েব ডেস্ক: XX এবং XY-এই দুই ক্রোমোজোম দিয়েই তৈরি হয় ভ্রূণ এবং সেখান থেকেই মাসের পর মাস বেড়ে ওঠা মায়ের গর্ভে। পুরুষ শরীরে XX ক্রোমোজোম এবং নারী দেহে XY ক্রোমোজোম থাকে, এটাই বিজ্ঞান আমাদের শিখিয়েছে। আদি থেকে এখনও এটাই আমরা জানি। কিন্তু নতুন এক গবেষণায় আবিষ্কার হল, X থেকেই তৈরি হয় দেহের অন্যান্য জিন। কেবল মাত্র X ক্রোমোজোমই নারী-পুরুষ উভয় দেহেই থাকে। X ক্রোমোজোমই সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই X ক্রোমোজোম থেকেই দেহের কোষ গুলি তাঁদের কর্ম সম্পাদনা করে।


নতুন গবেষণায় X ক্রোমোজোম নিয়ে আরও অনুসন্ধান চলছে। X ক্রোমোজোমের নানান ভূমিকা ও কর্ম পদ্ধতি নিয়েও চলছে বৈজ্ঞানিক গবেষণা।