ওয়েব ডেস্ক : প্রতিবার পিরিয়ডের সময় অসহ্য পেটে যন্ত্রণা। প্রবল রক্তশূন্যতার কারণে রক্তও দিতে হয়েছিল। এভাবেই চলছিল বছরের পর বছর। শেষে অস্ত্রোপচার করতেই যুবতীর জরায়ু থেকে বেরিয়ে এল ৫০টি টিউমার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি অরুণাচল প্রদেশের ইটানগরের। প্রায় তিন ঘণ্টা ধরে চলে অপারেশন। চিকিত্সকরা জানিয়েছেন, তবে ভয়ের কিছু নেই। মায়োমেকটমি করা হয়েছে বছরের ৩০-এর ওই যুবতীর।


হিস্টারেকটমিতে পুরো জরায়ু দেওয়া হলেও, মায়োমেকটমির মাধ্যমে জরায়ুকে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে, যথেষ্ট ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার।


আরও পড়ুন, রাতে বিছানায় আলো নিভিয়েও স্মার্টফোন? অন্ধ হয়ে যেতে পারেন!