ভারতে চলে এল রাশিয়ার করোনা ভ্যাকসিন Sputnik V, দ্রুত শুরু হবে ক্লিনিকাল ট্রায়াল
বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক হিসাবে Sputnik V বাজারে এনে শোরগোল ফেলে দিয়েছিল রাশিয়া।
নিজস্ব প্রতিবেদন: সুখবর! ভারতে পোঁছে গেল রাশিয়ার করোনা ভ্যাকসিন Sputnik V। শীঘ্রই হায়দরাবাদে ভারতীয় সংস্থা Dr.Reddy's-এর সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হবে ক্লিনিকাল ট্রায়াল। আগেই অবশ্য এই নিয়ে ডক্টর রেড্ডির সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল। এমনকী ৯২% করোনা প্রতিরোধে সক্ষম এই Sputnik V এমনই দাবি রাশিয়ার।
বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক হিসাবে Sputnik V বাজারে এনে শোরগোল ফেলে দিয়েছিল রাশিয়া। খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই ভ্যাকসিনের কথা ঘোষণা করেন। এমনকী রাশিয়াতে প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও চিকিত্সকদের ভ্যাকসিন দেওয়া হয়।
ভারতে ইতিমধ্যেই একাধিক করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। তবে হাতে আসেনি কোনটাই। সিরাম ইনস্টিটিউটের পক্ষে দাবি করা হয়েছে আগামী বছরের জানুয়ারি মাসেই ভারতের হাতে করোনাভাইরাসের ভ্যাকসিন চলে আসবে। এদিকে ভারতে শুরু হয়েছে করোনাভাইরাসের থার্ড ওয়েভ।
আরও পড়ুন -