ওয়েব ডেস্ক : 'সেক্সাহোলিক' সিনেমাটা দেখেছেন? সেক্স সেখানে চাহিদা, প্যাশন সব সীমা ছাড়িয়ে 'নেশা'য় পরিণত। আর তারপর ওই মহিলার পরিণতি... ওটা ছিল সিনেমা। তবে, বাস্তবেও অতিরিক্ত যৌনতার ফল হতে পারে মারাত্মক। এমনই বলছে সমীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী বলছে সমীক্ষা?


সমীক্ষা বলছে, অতিরিক্ত যৌনতায় বদলে যেতে পারে আপনার যৌনাঙ্গের গঠন।


গুবরে পোকার দলের উপর এই সমীক্ষা চালান বিজ্ঞানীরা। তারা লক্ষ্য করেন, যখনই পোকার দল অতিরিক্ত সঙ্গমে লিপ্ত হচ্ছে, তখনই বদলাতে শুরু করছে পুরুষ ও স্ত্রী গুবরের যৌনাঙ্গের গঠন। এর থেকে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছান যে, এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে বদলে যায় যৌনাঙ্গের গঠন।