ওয়েব ডেস্ক: মহিলাদের মধ্যে এখন প্রচুর পরিমানে স্তন ক্যানসারের সম্ভাবনা দেখা দিচ্ছে। বহু সংখ্যক মহিলা আক্রান্ত হচ্ছেন এই অসুখে। প্রথমে বুঝতে পারছেন না। পরে তা ক্যানসারে পরিণত হচ্ছে। তাই স্তন ক্যানসারের লক্ষণগুলি জেনে রাখা খুবই দরকার। জেনে নিন কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার স্তন ক্যানসার হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) স্তনে কিংবা বুকের উপরিভাগে কিংবা বগলের কাছে পিণ্ড অনুভব।


২) বগলে ব্যথা অনুভব।


৩) স্তনে ব্যথা অথচ তা মাসিক চক্র সম্পর্কিত নয়।


আরও পড়ুন মস্তিষ্কের বয়স বাড়তে দেয় না ডার্ক চকোলেট


৪) স্তনের আকার কিংবা সাইজের পরিবর্তন।


৫) স্তনের রং পরিবর্তন। স্তন হঠাত্‌ লাল কিংবা লালচে রঙের হয়ে যাওয়া।


৬) স্তনের ত্বক কুঁচকে যাওয়া।


৭) স্তন বৃন্ত থেকে তরল নির্গমন হওয়া।


৮) স্তনের ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেওয়া।


আরও পড়ুন সিক্স প্যাক অ্যাবস পেতে চান? কী করবেন জেনে নিন