ওয়েব ডেস্ক: মানুষ খাওয়ার জন্য বেঁচে থাকে নাকি বাঁচতে খাবার প্রয়োজন হয় মানুষের? সেটা তর্কের বিষয়। কিন্তু খাবার ছাড়া মানুষের চলে না এটা ঠিক। যত দিন যাচ্ছে, তত নতুন নতুন খাবার আরও তৈরি হচ্ছে। বদলে যাচ্ছে আমাদের খাদ্যাভ্যাসও। আর এখনকার বেশিরভাগ খাবারই দেখতে সুন্দর অথবা খেতে সুস্বাদু। কিন্তু খাবারের যে এই দুটো ভাগই শেষ নয়। খাবার জিভে থাকা পর্যন্ত স্বাদ। কিন্তু তা পেটে যাওয়ার পর থেকে অন্য গল্পের শুরু। কে জানে, আপনি যেটা খেলেন সেটা বিষ হল কিনা!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখানে আপনি পাবেন এরকম ১০টা খাবার, যেগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি কোনও না কোনও সময়। কিন্তু আপনি জানেন কি যে, এই খাবারগুলে বিষের মতো কাজ করতে পারে আপনার জীবনে? দেখেই নিন, কোন কোন খাবার আপনার জন্য খুবই ক্ষতিকর।


১) মার্জারিন



২) আর্টিফিসিয়াল সুইটনার্স



৩) টমেটো সস্



৪) ফ্রস্টিং



৫) স্ট্রবেরি



৬) স্প্রাউট



৭) প্যাকেজ কুকি



৮) ফ্রেজন পিত্জ্জা



৯) সোডা



১০) ফাস্ট ফুড



আরও পড়ুন শ্রিয়া শরনকে 'স্মরণ'


আরও পড়ুন  ফুলের থেকেও সুন্দর টিউলিপ