প্রথম ডোজ নেওয়ার পর Corona আক্রান্ত? দ্বিতীয় ডোজ কখন নেবেন?
জানুন বিশেষজ্ঞদের মত
নিজস্ব প্রতিবেদন: করোনার টিকাকরণ নিয়ে একাধিক সংশয় কাজ করছে সাধারণ মানুষের মনে। তাঁর মধ্যে অন্যতম একটি হল করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পর কতদিনের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে বা প্রথম ডোজ নেওয়ার পর যদি কেউ করোনা আক্রান্ত হন সেক্ষেত্রে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে কিনা। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর স্বাভাবিকভাবেই দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয় যা ভবিষ্যতের সংক্রমণের সম্ভাবনা কমায়। কিন্তু চিকিৎকসদের মতে, কোভিড থেকে সুস্থ হয়েও ভ্যাকসিন অবশ্যই নেওয়া উচিত কারণ তা দেহে অনাক্রমতা আরও বৃদ্ধি করে সংক্রমণের হাত থেকে বাঁচায়।
আরও পড়ুন: কঠিন এই সময়ে কীভাবে বাঁচবেন Covid সংক্রমণ থেকে, ১৫ দফা পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের
সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ক্রিস্টেন ইংলান্ড জানান, 'আগে কোভিড হয়ে থাকলেও ভ্যাকসিন নেওয়া খুব জরুরি। যদিও উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা কতদিন বজায় থাকবে সে সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।' বিশেষজ্ঞদের মতে প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হলে তার অন্তত ৬ সপ্তাহ বাদে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। একই কথা জানানো হয়েছে PIB বা Press Information Bureau এর তরফে। তাঁদের তরফে এও বলা হয়েছে, গর্ভবতী মহিলা, সদ্য মা হয়েছেন যারা তাঁরা ভ্যাকসিন নেওয়া থেকে বিরত থাকুন। অ্যালার্জির সমস্যা রয়েছে এমন কাউকে ভ্যাকসিন নিতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।