নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সরকারি কর্মচারীদের টিকাকরণ শুরু করবে রাজ্য, জানালেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সকল সরকারি কর্মচারীদের কোভিড টিকাকরণের প্রক্রিয়ার প্রথমধাপের কাজ শুরু করেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্তমানে রাজ্যের প্রথমসারির কর্মচারীদের টিকাকরণ প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য দফতরের কর্মী, পৌরসভার কর্মচারী, পুলিসদের টিকাকরণ চলছে।  ইতিমধ্যে, ৭ লাখ অগ্রাধিকারকে টিকা দিয়েছে রাজ্য।


এই মুহূর্তে, জেলা শাসকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সমস্ত দফতরের সরকারি কর্মচারীদের নাম নথিভুক্ত করতে হবে। যার ভিত্তিতে আগামীদিনে রাজ্যের সমস্ত কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কলেজ অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের টিকাকরণের কাজ শুরু করবে রাজ্য সরকার।


প্রসঙ্গত, নতুন করে মহারাষ্ট্র ও কেরলে মাথাচাড়া দিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত শেষ বুলেটিনে দেখা গিয়েছে,  দুই রাজ্যেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত  ৯ হাজার ৬৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের।