ওয়েব ডেস্ক : বয়সের ছাপ আপনার চামড়ায় পড়বেই। চামড়া ঝুলে যাবে। কুঁচকে যাবে। টান ধরবে। আপনি চাইলেও এজিং-কে এড়াতে পারবেন না। কিন্তু এখন থেকে রোজ ডায়েটে এই এই ৫টি খাবার রাখলে, আপনি আপনার বয়সকে হাতের মুঠোয় ধরে রাখতেই অনেকটাই সফল হবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) বেদানা- বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-C। যা চামড়া ট্যান হওয়া ও কুঁচকে যাওয়া আটকায়। বেদানায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিভাইরাল উপাদানও।


২) ব্লুবেরি- ব্লুবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। যা আপনার ত্বককে সজীব রাখতে সাহায্য করে।


৩) কমলালেবু- কমলালেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন-C। যা কোলাজেন তৈরি করে ত্বককে সতেজ ও মসৃণ রাখে।


৪) অলিভ অয়েল-  অলিভ অয়েলে রয়েছে 'গুড ফ্যাট'। যার মধ্যে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। যা আপনার হার্টের জন্য ভালো। রক্ত সঞ্চালন ভালো হলেই ত্বকে বয়সের ছাপ পড়বে না।


৫) ইওগার্ট- ইওগার্টে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন-D ও প্রোবায়োটিকস।  এরফলে হাড় শক্ত হয়। হজম ভালো হয়। ভালো থাকে ত্বক।


আরও পড়ুন,এক সপ্তাহে পেটের মেদ ঝরাতে চাইলে অবশ্যই দেখুন