ওয়েব ডেস্ক: ক্যানসার মারণ রোগ। একসময় প্রতিষেধক আবিস্কার না হওয়ার কারণে ক্যানসার হলে সুস্থ হয়ে ওঠার কোনও সুযোগই ছিল না। কিন্তু এখন বিজ্ঞানের দৌলতে সেই খারাপ সময় কাটিয়ে উঠেছি আমরা। ক্যানসারের প্রতিষেধক আবিস্কার হয়েছে। সঠিক সময় চিকিত্‌সা করালে ক্যানসারের মতো মারণ রোগের হাত থেকেও বেঁচে ফিরেছেন বহু মানুষ। এখন বিজ্ঞান আরও উন্নত হয়েছে। বিজ্ঞানীরা দাবি করেছেন যে, তাঁরা এমন একটি ফল আবিস্কার করেছেন, যা ক্যানসার সারিয়ে দিতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রিসবেনের মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে জানা গিয়েছে যে, একধরণের রেন ফরেস্ট বেরি মাথা এবং গলার টিউমার সারিয়ে দিতে পারে। তারই সঙ্গে মাত্র কয়েক মিনিটে মেলানোমাও সারিয়ে দিতে পারে। এটি শুধুই ধারণা নয়, পরীক্ষার মাধ্যমেও প্রমাণিত হয়েছে।


একটি কুকুরের ওপর পরীক্ষা করে দেখা গিয়েছে যে, এই ফলের বীজ বিড়াল, কুকুর, ঘোড়ার শরীরে হওয়া টিউমার সারিয়ে দিতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, একটি কুকুরের শরীরে হওয়া টিউমারের ওপর এই ফল থেকে তৈরি ইঞ্জেকশন EBC-46 প্রয়োগ করার ৫ মিনিটের মধ্যে সেটি কাজ করতে শুরু করে। এবং একদিনের মধ্যে কুকুরটি সুস্থও হয়ে যায়। এই ফলটি একমাত্র উত্তর কুইন্সল্যান্ডেই পাওয়া যায়। কীভাবে এটি পরীক্ষা করা হয়েছে, তা দেখে নিন ভিডিওতে।