ওয়েব ডেস্ক: ক্যানসার। মারণ রোগ। যে রোগের হাত থেকে প্রতিকার নেই। একবার এই রোগের কথা জেনে ফেললে, রোগী রোগের তুলনায় আতঙ্কেই অর্ধের মারা যান। আর যাঁদের অসম্ভব মনের জোর রয়েছে, তাঁরা সঠিক চিকিত্‌সার সঙ্গে সেই মনের জোরে ক্যানসারের মতো মারণ রোগকেও পরাজিত করে নতুন জীবন ফেরত পান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তবে ক্যানসারের হাত থেকে একেবারেই যে মুক্তি সম্ভব নয়, তা কিন্তু নয়। সঠিক সময়ে ক্যানসার ধরা পড়লে, এবং তারপর সঠিক চিকিত্‌সা করলে ক্যানসার সারানো সম্ভব। অস্ট্রেলিয়ার একদল বিশেষজ্ঞ জানিয়েছেন যে, নিয়মিত লেবু জাতীয় ফল খেলে, মুখ, গলা এবং পাকস্থলীতে ক্যানসারের সম্ভাবনা অনেক কমে যায়।


আরও পড়ুন ক্যানসারের জীবানু ধ্বংসের টিকা আবিস্কার


আরও পড়ুন দাঁত ভালো রাখতে এই ১০টি নিয়ম মেনে চলুন