ওয়েব ডেস্ক : বয়স বাড়ছে বলে মুখভার? শরীরে বাসা বাঁধছে হাজার একটা উপসর্গ! কেমন যাচ্ছে বুড়িয়ে যাচ্ছে সবকিছু। তবে, এবার আর চিন্তার দরকার নেই। কারণ এক ওষুধেই কাজ হাসিল হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁদের আশা, এই এক ওষুধেই যৌবন ফিরে আসবে। বার্ধক্যজনিত কারণে শরীরে যে নানবিধ ক্ষয় দেখা দেয়, তা পুষিয়ে দেবে এই ওষুধ। তাঁরা ওষুধটির নাম দিয়েছেন, 'ইয়ুথ'। আগামী দুই বছরের মধ্যেই 'ইয়ুথ' বাজারে আসবে বলে আশা।


বিজ্ঞানীরা জানিয়েছেন, ভিটামিন ও আরও ৩০ রকমের উপাদান মিশিয়ে তৈরি করা হচ্ছে এই ওষুধ। এমনকী, বলা হচ্ছে, আলঝাইমার্স ও পারকিনসন্সের মতো রোগের ক্ষেত্রেও ‌দেহে ‌যে ঘাটতি হয় তাও মেটাবে 'ইয়ুথ'।


জানা গেছে, ইতিমধ্যেই ওই ওষুধটি ইঁদুরের উপর পরীক্ষা করে দেখা হয়ে গেছে। এবার তা মানুষের উপর প্রয়োগের অপেক্ষায় বিজ্ঞানীরা।