ওয়েব ডেস্ক : ঠিকমতো জল না খেলেই মুশকিল। মাথাধরা, বমি, খিঁচুনি, মুখে ব্রণ। আরও কত কী? কিন্তু, মুশকিল হল অফিসে কাজের চাপে আমরা জল খাওয়ার কথাটা বেমালুম ভুলে যাই। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যায়। ভর্তি বোতল ভর্তিই পড়ে থাকে। তবে এবার আমাদের এই মনে করিয়ে দেওয়ার কাজটা করে দেবে টাইমার বোতল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যাপারটা ঠিক কীরকম? এই বোতলের ঢাকনি আর পাঁচটা সাধারণ বোতলের মত নয়। বোতলের ঢাকনিতে টাইমার সেট করা। প্রতি ঘণ্টায় সেই টাইমারই আমাদের মনে করিয়ে দেবে জল খাওয়ার কথা।


ভিডিওতে দেখুন, টাইমার বোতল কীভাবে কাজ করবে-