Fourth wave of Covid-19: `ওমিক্রন এখনও ভারতের পিছু ছাড়েনি`, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা বাড়িয়ে বার্তা কেন্দ্রের
লভ আগরওয়াল (Lav Agarwal, The Joint Secretary) বলেন, `বিশ্বের ৯৯টি দেশকে ভারত করোনা টিকা দিয়েছে। ১৪৫ দিনে ভারত ২৫০ মিলিয়ন ডোজ দিয়েছে।`
নিজস্ব প্রতিবেদন: এবার করোনার চতুর্থ ঢেউয়ের (Fourth wave of Covid-19) আশঙ্কা করছে গোটা বিশ্ব। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি বছর জুনের মাঝামাঝি সময়ে ভারতে হানা দিয়ে পারে করোনার চতুর্থ ঢেউ (Fourth wave of Covid-19)। এরই মধ্য়ে চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) একটি বার্তা।
যেখানে স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) জয়েন্ট সেক্রেটারি লভ আগরওয়াল (Lav Agarwal, The Joint Secretary) স্পষ্ট জানিয়েছেন, "ওমিক্রনের (Omicron) ভীতি এখনও আমাদের পিছু ছাড়েন।" দিল্লিতে একটা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) জয়েন্ট সেক্রেটারি বলেন, "ভারতের থেকে ওমিক্রনের ভীতি এখনও কাটেনি। তবে গোটা বিশ্বের চেয়ে ২৩ গুণ বেশি সাফল্যের সঙ্গে দেশের করোনা পরিস্থিতি সামলেছে। মূল্যবান জীবনে বাঁচিয়েছে।"
লভ আগরওয়াল (Lav Agarwal, The Joint Secretary) আরও বলেন, "বিশ্বের ৯৯টি দেশকে ভারত করোনা টিকা দিয়েছে। ১৪৫ দিনে ভারত ২৫০ মিলিয়ন ডোজ দিয়েছে। এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি ভারত ১.৮১ বিলিয়ন ডোজ টিকা দিয়েছেন।"
২০২১-এর ১৬ জানুয়ারি ভারতে করোনার টিকাকরণ শুরু হয়। সোমবার সন্ধ্যে পর্যন্ত ভারতে সাড়ে ১৮১ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Covid 19: ভারতে ১২-১৮ বছর বয়সীদের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন পেল Novavax
আরও পড়ুন: Fourth wave of Covid-19: আমেরিকায় নতুন সংক্রমণের ৩৫% ওমিক্রন সাবভেরিয়েন্ট BA.2