ওয়েব ডেস্ক: ফলের নানা গুণ। সারাদিনে অন্তত একবার ফল খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। ফল শরীর সুস্থ তো রাখেই চনমনেও করে তোলে। সেক্স লাইফে দেয় মাইলেজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোন ফলগুলি খেলে আপনি বিছানায় ‘বাহুবলী’ হয়ে উঠবেন? 



তালিকায় প্রথমেই আসবে কলা। কলার পুষ্টিগুণ তো সকলেরই জানা। রোজ সকালে দুটো করে কলা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহা‌য্য করে। এতে থাকে পটাশিয়াম। পটাশিয়াম সেক্স হরমোন তৈরিতে সাহা‌য্য করে। কলায় থাকে আরও একটা উপাদান। নাম ব্রোমেলিন। ব্রোমেলিন উদ্দীপনা জাগায়। পুরুষত্ব বাড়াতেও সাহা‌য্য করে। শরীরে সেরোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় কলা। এর ফলে রাতে ভাল ঘুম আসে।



রসালো তরমুজ  এতে থাকে অ্যামিনো অ্যাসিড। যা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। রক্ত সঞ্চালন বাড়লে ‌যেকোনও কাজে অতিরিক্ত উৎসাহ পাওয়া ‌যায়। নিয়মিত ‌যাঁরা শরীরচর্চা করেন, তাঁদের জন্যেও অত্যন্ত উপ‌যোগী অ্যামিনো অ্যাসিড। 



ফলের রাজা আম। এতে থাকে ভিটামিন ই। ‌যা সেক্স বাড়াতে অত্যন্ত কা‌র্যকরী। পাশাপাশি আমে থাকে প্রাকৃতিক চিনি। ন্যাচারাল সুগার শরীরকে তরতাজা করে তোলে। 



পেঁপে মহিলাদের এস্ট্রোজেন উৎপাদনে বড় ভূমিকা নেয়। নিয়মিত ঋতুস্রাবও হয় পেঁপে খেলে। সব দিক থেকেই অত্যন্ত উপকারী পেঁপে।



দুষ্টুমিভরা রাতে নারকেলের বিকল্প কিছু নেই। বাজারে নানা কোম্পানি ল্যুব্রিক্যান্ট পাওয়া ‌যায়। অথচ নারকেল তেল সম্পূর্ণ প্রাকৃতিক ল্যুাব্রিক্যান্ট। ম্যাসাজেও জুড়ি নেই। আবার নারকেল জল শরীরকে অনেকখানি শক্তি দেয়। মানে দুষ্টুমির সঙ্গে শরীরও তরতাজা। 


আরও পড়ুন,নিজেকে আরও স্মার্ট বানাতে চান? চুপিসারে জেনে নিন এই টিপসগুলো