নিজস্ব প্রতিবেদন: বর্তমানে ভ্যাকসিনেশেন কেন্দ্রে ক্রমশ বেড়ে চলেছে লোকসংখ্যা। এবার গন্ডগোল হওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য দফতর। এক জায়গায় অনেক মানুষের জমায়েত হচ্ছে।  তাই মুখ্য সচিব রাজ্যের ডি সি ও সি পি গন্ডগোলের আশঙ্কার কথা আগে ভাগেই চিঠিতে জানিয়েছেন। পাশাপাশি ভ্যাকসিন সেন্টারে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পয়লা মে থেকে কোভিড ভ্যাকসিন কেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা মানুষের সংখ্যা  প্রায় কয়েক গুণ বেড়ে যাবে। এহেন অবস্থায় অশান্তির সম্ভাবনা থাকতে পারে।  তাই অতিরিক্ত নিরাপত্তার কথা ভাবছে দফতর। যাতে সুষ্ঠুভাবে রাজ্যে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়।


আজ (বৃহস্পতিবার) কলকাতা পুলিস কমিশনার ও রাজ্যের ডিরেক্টর জেনারেল এবং ইনস্পেকটর অফ পুলিসকে চিঠি দিয়ে Vaccine center-এ নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করেছে। 


প্রসঙ্গত, ১৮ ঊর্ধ্বে ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হতে চলেছে ১ মে থেকে। এটি দেশের সর্ব বৃহৎ ভ্যাকসিন ড্রাইভ। ১৮ ঊর্ধ্বে সকলেই ভ্যাকসিন নিতে পারবেন। তবে এক্ষেত্রে ভ্যাকসিন মজুত রাখা ও কোল্ড চেইন নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছে। বেসরকারি হাসপাতাল সরকারের সাহায্য চেয়েছে। রাজ্য সরকার আশ্বাস দিয়েছে পাশে থাকার।