ওয়েব ডেস্ক: আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানরা যেন বুদ্ধিদীপ্ত হয়ে ওঠে। তার জন্য তাদের সেরা শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে সবকিছুর দিক থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু সমীক্ষায় নতুন একটি বিষয় জানিয়েছেন গবেষেকরা। তাঁরা বলছেন, শিশুকে বুদ্ধিদীপ্ত করে তুলতে, তাদের বই পড়ে শোনান। তাহলে তারা আরও তাড়াতাড়ি সব কিছু আয়ত্ব করতে পারবে।


সমীক্ষায় জানা যাচ্ছে, শিশুদের বারবার কোনও কথা বলে আপনি যত তাড়াতাড়ি শেখাতে পারবেন, তার থেকে তাদের পড়ে শোনালে অনেক বেশি তাড়াতাড়ি শেখাতে পারবেন। পড়ে শোনালে শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্ট উন্নত হয়। তাই, আপনিও যদি আপনার সন্তানকে বুদ্ধিদীপ্ত করে তুলতে চান, তাহলে রোজ তাদের বই পড়ে শোনান।


পাঁচ লক্ষ লোক দেখে ফেলেছে, বলুন তো ছবিটায় ভুল কোথায়?


সিদ্ধার্থ-আলিয়া সুখের সম্পর্কে ভাঙন?