নিজস্ব প্রতিবেদন: বিরল, তবুও এড়িয়ে যাওয়া যায় না। কোভিশিল্ড গ্রহণে রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়া কথা জানা গিয়েছে। তবে অনেক বিশেষজ্ঞই এটি মানতে নারাজ। তাই বিভ্রান্তি যাতে না ছড়ায় তার জন্য কোভিশিল্ড গ্রহণের পর রক্ত জমাট বাঁধতে শুরু করলে কী কী লক্ষণ দেখা যেতে পারে তার তালিকা প্রকাশ করল কেন্দ্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টিকাকরণের পর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই এ বিষয়ে স্বাস্থ্যকর্মীদের নির্দেশিকা পাঠিয়েছে।


১. শ্বাসকষ্ট।


২. বুকে ব্যাথা।


৩. হাত-পা ফোলা, যন্ত্রণা।


৪. পেটে ব্যাথা, বমি ভাব।


৫. খিঁচুনি ধরা।


৬. শরীর দূর্বল লাগা।


৭. মাথা যন্ত্রণা একটানা।


৮. দেখতে অসুবিধা।


৯. ডিপ্রেশন হওয়া হঠাত্।


১০. অকারণে বমি হওয়া।


স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, কোভিশিল্ড নেওয়ার ২০ দিনের মধ্যে যদি এই উপসর্গগুলি দেখা যায়, তবে যেখান থেকে টািকা নেওয়া হয়েছে, সেই কেন্দ্রে যেন অবশ্যই জানানো হয়। 


অ্যাস্ট্র্যাজেনেকা-অক্সফোর্ডের ডেভেলপ করা এই টিকা ভারতে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তৈরি করছে। ইউরোপের একাধিক দেশ থেকে এই টিকা ব্যবহারের ফলে রক্ত জমাট বাঁধার অভিযোগ আসে। কোভিশিল্ড টিকা গ্রহণের পর প্রায় ৫০০ টি পার্শ্বপ্রতিক্রিয়া সামনে এসেছে। যার মধ্যে ২৬ জনের রক্ত জমাট বাঁধার সম্ভাবনার কথা জানা গিয়েছে।