করোনা চিকিৎসায় আইভারমেক্টিন প্রয়োগে `না` বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন রয়েছে। আইভারমেক্টিন প্রয়োগে সায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার।”
নিজস্ব প্রতিবেদন: করোনার সঙ্গে মোকাবিলা করতে পারে আইভারমেক্টিন (Ivermectin)। এমনই দাবি জানিয়েছিলেন একদল গবেষক। যা নিঃসন্দেহে আশার আলো দেখিয়েছিল। কিন্তু এই ওষুধে মোটে সায় দিতে চায় না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা চিকিৎসায় আইভারমেক্টিন প্রয়োগ করা যাবে না। এমনই বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন টুইট করে আইভারমেক্টিন-র বিরোধিতা করেছেন।
টুইট করে তিনি জানান, “কোনও নতুন ওষুধ প্রয়োগের আগে তার নিরাপত্তা ও কার্যকরিতা নিয়ে ভাবতে হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন রয়েছে। আইভারমেক্টিন প্রয়োগে সায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার।”
একই সুর ধরা পড়েছে জার্মান স্বাস্থ্য ও বিজ্ঞান সংস্থার কথায়। তারাও জানিয়েছে, করোনা চিকিৎসায় আইভারমেক্টিনের ক্লিনিক্যাল সফলতার কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। কার্যকরিতারও কোনও নির্দিষ্ট প্রমাণও পাওয়া যায়নি। সঠিক যথাযথ তথ্য না পাওয় গেলে এই ওষুধ প্রয়োগ করা যাবে না করোনা রোগীকে।