নিজস্ব প্রতিবেদন: বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা বাড়াবাড়ি হয়ে ‌যাওয়ার পরই ক্যান্সার ধরা পড়ে। তবুও অস্বাভাবিক ক্লান্তি, কোষ্ঠাকাঠিন্য, তলপেটে ফোলা ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ হতে পারে। ফলে এগুলির দিকে লক্ষ্য রাখা উচিত মহিলাদের। বয়সের কোনও সীমা নেই। ১৫-৬৫ বছরের মহিলাদের মধ্যে এইসব লক্ষণ দেখা দিতে পারে। ওভারি থেকে পাকস্থলি প‌র্যন্ত ছড়িয়ে পড়তে পারে এই মারণ রোগ। জেনে নিন ওভারিয়ান ক্যান্সারের ৬ লক্ষণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তলপেট ফোলা


তলপেট অস্বাভাবিক রকমের ফোলা লাগতে পারে। সামান্য খাবার খেলেই মনে হতে পারে পেট ভরে গিয়েছে।


ঘনঘন প্রস্রাব


ঘনঘন প্রস্রাব হতে পারে। প্রস্রাব করতে গেলে ‌যন্ত্রণা সহ অন্যান্য অসুবিধা হতে পারে। তবে এমনও হতে পারে ‌যে আপনার ইউরিনারি ট্যাকে ইনফেকশন রয়েছে। তাই সাবধান হওয়া উচিত আগে থেকেই।


ওজন কমে ‌যাওয়া


হঠাৎ করেই ওজন অনেকটা কমে ‌যেতে পারে। ক্ষিদে একেবারে কমে ‌যেতে পারে। মাথা ঘোরা ও পিরিয়েডের দিন বদল হতে পারে।


আরও পড়ুন-ভারতী ঘোষের মাদুরদহের বাড়িতে সিআইডি তল্লাশি


কোষ্ঠকাঠিন্য


হঠাৎ করেই কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। হজমের সমস্যার সঙ্গে মাঝেমধ্যেই ডাইরিয়াও হতে পারে।


যন্ত্রণা


পিঠ বা তলপেটে হঠাৎ করেই ‌যন্ত্রণা শুরু হতে পারে। ‌যৌন সঙ্গম ‌যন্ত্রণাদায়ক হতে পারে।


ক্লান্তি


টানা ক্লান্তি লাগলে বা দুর্বল মনে হলে ভেবে দেখার প্রয়োজন রয়েছে।