নিজস্ব প্রতিবেদন: বাড়িতে বসে থাকলেই স্তন ক্যান্সারের প্রবণতা বাড়তে থাকবে। দৌড় ঝাঁপ করুন। রোদ জল গায়ে লাগান, তবেই হ্রাস পাবে স্তন ক্যান্সারের ঝুঁকি। অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিন জার্নালে নতুন একটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। যেখানে ৫০ বছরের মহিলাদের নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষায় উঠে আসা তথ্য নিয়ে বিচারবিবেচনা করে বিশেষজ্ঞমহল জানাচ্ছেন, ভিটামিন ডি এর তারতম্য বাড়ছে স্তন ক্যান্সারের ঝুঁকি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিশেষজ্ঞদের মতে, ঘরে বসে থাকলে রোদ লাগে না গায়ে। রোদ থেকে প্রাপ্ত ভিটামিন ডি শরীরে প্রবেশ করে না। যা থেকে মারণ রোগ ঘিরে ধরার প্রবণতা মারাত্মকহারে বাড়তে শুরু করে। 


আরও পড়ুন: করোনার জেরে কমছে Sperm Count, কমে যাচ্ছে বাবা হওয়ার ক্ষমতা


দেখা গিয়েছে, যে সকল মহিলারা ট্রেন, বাসে ঝুলে রোদে জলে ভিজে কাজে যান তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি প্রায় নেই বললেই চলে। তবে একেবারেই যে হবে না, তা নিয়ে চূড়ান্ত কোনও বার্তা দেননি বিশেষজ্ঞরা। কিন্তু, যাঁরা বাড়িতে রয়েছে, পরিশ্রম করছে, কিন্তু রোদ লাগছে না। তাদের স্তন ক্যান্সার হচ্ছে, কারর হওয়ার উপসর্গ ধরা পড়েছে। 


আরও পড়ুন:সরকারি রিপোর্ট ছাপিয়েছে বাস্তব সংখ্যা! ৩০ কোটির বেশি ভারতীয় COVID-19 আক্রান্ত


 


সকাল ১০ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত যে কড়া রোদ, তা কোনও একটা নির্দিষ্ট সময় গায়ে লাগানোর পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞমহল। ভিটামিন ডি এর অভাবে শুধু ক্যান্সার নয়, গাঁটে গাঁটে যন্ত্রণা, মুড অফ, হতে পারে। পেশির নাড়াচাড়া একান্ত প্রয়োজন শরীরে। ভিটামিন ডি শরীরে না ঢুকলে মস্তিষ্ক থেকে স্নায়ুতে বার্তা প্রেরণের কার্যক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকে। বিশেষজ্ঞদের পরামর্শ, ছোট থেকে একটি নির্দিষ্ট সময়ে গায়ে রোদ লাগানো উচিত।