ওয়েব ডেস্ক : ইবোলার মত জিকাও মারণ ভাইরাস। জিকাকে কীভাবে রোধ করা যায় সেই নিয়ে মাথার ঘুম ছুটেছে বিশ্বজুড়ে চিকিত্সকদের। প্রতিদিন বেড়ে চলেছে ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। এহেন পরিস্থিতিতে জিকা নিয়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে ধারনা ছিল মশার কামড়ে ছড়ায় এই মারণব্যধি। কিন্তু সম্প্রতি মার্কিন মুলুকে এমন এক ব্যক্তির সন্ধান মেলে, যিনি জিকা আক্রান্ত সঙ্গীর সঙ্গে যৌনমিলনের ফলে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।তাই যৌনমিলনের আগে সাবধান! ভালো মত জেনে নিন, আপনার সঙ্গী জিকা আক্রান্ত কি না। অ্যামেরিকার ডালাসের বাসিন্দা ওই ব্যক্তি। জানা গেছে, তিনি কখনও জিকা আক্রান্ত দেশগুলিতে যাননি। যদিও তাঁর সঙ্গী সম্প্রতি ভেনেজ়ুয়েলা থেকে ফিরেছে।