নিজস্ব প্রতিবেদন:  তৃণমূলে যোগ দিয়েই আজ, শিক্ষক দিবসে ‘শিক্ষারত্ন’সম্মান পেলেন ওমপ্রকাশ মিশ্র। রাজ্য সরকারের তরফে এদিন তাঁকে এই সম্মান দেওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বুধবারই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন ওমপ্রকাশ মিশ্র। বিধানসভায় পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে যোগদান করেন তিনি। তারপর মমতা নিজেই ওমপ্রকাশবাবুর যোগদানের কথা ঘোষণা করেন। তৃণমূলনেত্রী জানিয়েছেন, এই অধ্যাপক নেতাকে দলের এডুকেশন সেলের দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি তৃণমূলের কোর কমিটিতেও নেওয়া হবে তাঁকে।


প্রসঙ্গত, বুধবারই লোকসভার দলনেতা হওয়ার জন্য অধীররঞ্জন চৌধুরীকে সংবর্ধনা দিচ্ছিলেন সোমেন মিত্ররা। কিন্তু সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি ওমপ্রকাশ মিশ্রকে। তারপরই জল্পনা শুরু হয়।


‘Talk To Mayor’এ ফোন পেয়ে খোদ মুখ্যমন্ত্রীর পাড়া পরিদর্শনে গেলেন ফিরহাদ


রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কংগ্রেসে এখন আর বিশেষ কদর পাচ্ছিলেন না ওমপ্রকাশ। তাই তিনি তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলে গিয়ে তিনি রাজ্যসভার সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন।


যদিও তৃণমূলে যোগ দিয়েই ওমপ্রকাশ মিশ্র বলেন, ‘‘এ রাজ্যে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করছে না কংগ্রেস। বিজেপির মোকাবিলায় তৃণমূল ছাড়া কোনও পথ নেই। ’’