নিজস্ব প্রতিবেদন: বারবারই বিভিন্ন তরফে অভিযোগ উঠে আসছিল।  পরিস্থিতি খতিয়ে দেখতে কয়েকদিন আগেই ভবানীপুরের রেশন দোকানে এক্কেবারে সারপ্রাইজ ভিসিটে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার খোদ কলকাতাতেই রেশন দুর্নীতির অভিযোগ।


রাজ্যের অসংগঠিত শ্রমিকরা এবার 'প্রচেষ্টা' প্রকল্পে হাজার টাকা অনুদানের আবেদন করতে পারবেন, জারি নির্দেশিকা
বোরো ৮এ ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস দাঁ জানান, বৃহস্পতিবার চাল দেওয়া হবে বলে আগেই জানতেন তিনি। সেই অনুযায়ী এদিন চাল তুলতে যান তিনি।  অভিযোগ, বোরো অফিসে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর নামে আগেই কেউ চাল তুলে নিয়েছেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সন্দীপ বক্সির পাল্টা অভিযোগ, প্রত্যেককেই চাল পাচ্ছেন। দুজনের নামে অথোরাইজ করা ছিল। তাঁর কথায়, "কেউ যদি ঝগড়া করতে চান, তাহলে আর কী করা যাবে। কোনও দুর্নীতি কোত্থাও হয়নি।"
বিজেপি কাউন্সিলরের দাবি, বোরো অফিসের বাইরে সন্দেহভাজন কিছু লোক বসে ছিল, তারাই সই করেছে। কিন্তু তাঁরা এসে যাওয়ায় চাল নিয়ে যেতে পারছে না। বিরোধীদের অভিযোগ, বিরোধী কাউন্সিলরদের চাল অন্য ওয়ার্ডে চলে যাচ্ছে। ফলে আখেরে সমস্যায় সাধারণ মানুষ।