ওয়েব ডেস্ক: শিয়ালদহ নর্থের নিত্য যাত্রীদের জন্য এবার সুখবর। বারো কোচের ট্রেন চালানোর উদ্যোগ নিচ্ছে পূর্ব রেল । শিয়ালদহ ডি আর এমের তরফে ইতিমধ্যেই রেল বোর্জের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বারো কোচের ট্রেন চালানোর উপযোগী লাইন ও প্ল্যাটফর্ম তৈরি করতে বোর্ডের কাছে ২৯ কোটি টাকা চাওয়া হয়েছে বোর্ডের তরফে গ্রন সিগন্যাল পেলেই শুরু হবে কাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, ফ্রি ওয়াইফাই থেকে এমএমএসে খাবারের অর্ডার-রেল বাজেট A to Z


এখন অবস্থা-
শিয়ালদহ নর্থ সেকশনে এখন ৯ কোচের ট্রেন চলে
প্রতিদিন যাতায়াত করেন প্রায় ৭ থেকে ৮ লক্ষ যাত্রী


বারো কামরার ট্রেন চালাতে প্রয়োজন-
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো
লুপ লাইনের দৈর্ঘ্য বাড়ানো