নিজস্ব প্রতিবেদন: আজ শপথ নিতে চলেছেন নতুন মন্ত্রীরা। করোনা পরিস্থিতিতে অনাড়ম্বর শপথগ্রহণ হতে চলেছেন। গত বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন ৪৩ জন। তাঁদের মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ১৭ জন নতুন মুখ। তাঁরা হলেন-


পূর্ণমন্ত্রী


রথীন ঘোষ   
বঙ্কিমচন্দ্র হাজরা
পুলক রায়
বিপ্লব মিত্র
গুলাম রব্বানি


স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী


অখিল গিরি 
হুমায়ুন কবীর
রত্না দে নাগ
বুলু চিক বারিক


প্রতিমন্ত্রী


দিলীপ মণ্ডল
আখরুজ্জামান
শিউলি সাহা
সাবিনা ইয়াসমিন
শ্রীকান্ত মাহাতো
বীরবাহা হাঁসদা
পরেশ অধিকারী
মনোজ তিওয়ারি


টলিউডের শিল্পীদের প্রার্থী করা হলেও তাঁরা মন্ত্রিত্বের তালিকায় নেই। তবে আদিবাসী চলচ্চিত্রের নায়িকা বীরবাহা হাঁসদাকে প্রতিমন্ত্রী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়াজগৎ থেকে গতবার লক্ষ্মীরতন ছিলেন মন্ত্রী। এবার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি ঢুকছেন মন্ত্রিসভায়। এর পাশাপাশি রাজনৈতিক সমীকরণে অধিকারীদের বিরোধী বলে পরিচিত অখিল গিরি মন্ত্রী হচ্ছেন। সেই শিবিরের শিউলি সাহাও মন্ত্রী হচ্ছেন। 


আরও পড়ুন- বিদায়ী মন্ত্রিসভার সদস্য, অথচ এবার আর মন্ত্রী হওয়া হল না, দেখে নিন সেই তালিকা