নিজস্ব প্রতিবেদন:  আলিপুর চিড়িয়াখানায় কাজ করার সময়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই জনের। আশঙ্কাজনক আরও এক। মৃতদের নাম তারিণী ঘোষ, মুর্শিদাবাদের বাসিন্দা। অপরজন প্রদীপ দাস ভদ্র, চিংড়িহাটার বাসিন্দা।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকডাউন থাকা সত্ত্বেও বৃহস্পতিবার চিড়িয়াখানায় একটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো হচ্ছিল। তিন কিশোর সেই কাজ করছিল। সেই সময়ই বিদ্যুত্স্পৃষ্ট হয় তিন জন। দুজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়।


আরও পড়ুন: "কী পাব নয়, কী দেব সেটাই ভাবুন" ভার্চুয়াল বৈঠকে যুবযোদ্ধাদের একগুচ্ছ টিপস অভিষেকের
আশঙ্কাজনক অবস্থায় লিন্টন দাস নামে আরও এক জন হাসপাতালে ভর্তি।  কীভাবে লকডাউনের মধ্যে চিড়িয়াখানায় হোর্ডিং লাগানোর কাজ চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।


গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, এটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা। খুবই দুঃখজনক। 


রাজ্যজুড়ে করোনা লকডাউনের মধ্যেও কেন কাজ চলছিল? এ বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, গত কয়েকদিন ধরে চিড়িয়াখানাতেই ক্যাম্প করে থেকে কাজ করছিলেন ওই কর্মীরা। তাই আজও কাজ চলছিল। কিন্তু ঠিক কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তাঁরা।