নিজস্ব প্রতিবেদন: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সিবিআই ও ইডি-কে ব্যবহার করার অভিযোগ তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এভাবে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যায়নি, যাবে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মমতা বলেন, ভোটের পর শতাব্দী আমাকে ফোন করে বলল, ইডি আবার ডেকেছে। শুধু শতাব্দী নয়, ঋতুপর্ণা, প্রসেনজিতকে ডেকেছে। ডেকে বলছে অমুক বিজেপি নেতার সঙ্গে কথা বলো। 


 



এমনকী জেলবন্দি একজনকে তো বলেছে, প্রভাবশালী এক নেতার নাম নিতে হবে। তিনি বলেছেন পারব না। 


মন খারাপ অনুব্রতর! ঢিল ছোড়া দূরত্বে থেকেও উপস্থিত থাকছেন না কেষ্ট


এর পরই মমতা বলেন, ৩৪ বছর সিপিএমের অত্যাচার সহ্য় করে আমরা ক্ষমতায় এসেছি। তার পরও আমরা কারও গায়ে হাত দিইনি। একজন সিপিএম নেতাও গ্রেফতার হননি। এরা (বিজেপি) কয়েকটা ভোট পেয়েই ধমকাতে শুরু করেছে। 


এদিনের সমাবেশে মমতার সুর বরাবরের মতোই ছিল বেশ চড়া। দলীয় কর্মীদের চাঙ্গা করতে একগুচ্ছ ভোকাল টনিক দেন তিনি। এমনকী শহর ছেড়ে দলের নেতাদের গ্রামেগঞ্জে যেতে নির্দেশ দেন তিনি।