ওয়েব ডেস্ক : পুজো মানেই দিন পেরিয়ে রাত জেগে ঠাকুর দেখা। পুজো মানেই ভিড়। পুজো মানেই গাঁ-গঞ্জ থেকে শহর ঘুরতে, শহর দেখতে আসা। আর এই পুরো চাপটাই পড়ে গিয়ে ট্রেনের উপর। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় মানুষের ঢল। প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা। ভিড় সামলাতে এবার পুজোয় তাই একগুচ্ছ নতুন ট্রেন। যাত্রী চাপ কমাতে  ২১টি নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুজোয় নতুন ট্রেন


১) নিউ জলপাইগুড়ি-কলকাতার মধ্যে চালু হচ্ছে ৭টি নতুন ট্রেন।


২) ডিব্রুগড়-কলকাতা স্টেশনের জন্য বাড়তি আরও ৭টি ট্রেন।


৩) কামাক্ষ্যা ও পুনের জন্য চালু হচ্ছে মোট ৭টি ট্রেন।


৪) সুবিধা স্পেশাল ছুঁয়ে যাবে মালদা, অন্ডাল ও আসানসোল স্টেশনও।