নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) বড়সড় সাফল্য। গ্রেফতার করা হল জেএমবি (JMB) গোষ্ঠীর ৩ জঙ্গিকে। ধৃতদের তিনজনই বাংলাদেশি নাগরিক (Bangladeshi) বলে জানা গিয়েছে। জঙ্গিদের প্রবেশ সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাসি অভিযান চালিয়ে গতকাল গভীর রাতে তাঁদের গ্রেফতার করে পুলিস। ধৃতদের মধ্যে নজিউর রহমান, সাবির রবিউলসহ আরও একজন রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, জেএমবি গোষ্ঠীর নতুন কোনও মডিউলের সঙ্গে যুক্ত রয়েছে ধৃতেরা। তিনজনই স্লিপার সেলের সদস্য বলে প্রাথমিক অনুমান পুলিসের। কী কারণে তাঁরা কলকাতায় এসেছিল, কেন তাঁরা স্লিপার সেল থেকে হঠাৎ সক্রিয় সদস্য হয়ে উঠল, তা খতিয়ে দেখছে পুলিস। আর কারা কারা যুক্ত রয়েছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।         


আরও পড়ুন: রক্তাক্ত মুণ্ড, শ্বাসরোধ করে নৃশংস খুন! শহরের গলিতে মিলল নিথর দেহ, আটক ১


আরও পড়ুন: Lucknow-র কাকোরিতে ATS এর জালে দুই আলকায়দা জঙ্গি, উদ্ধার প্রচুর বিস্ফোরক


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)