ওয়েব ডেস্ক: প্রয়াত অশোক ঘোষ। সমাপ্ত বাংলার, দেশের রাজনীতির এক উপন্যাস। আজ চলে যাওয়ার দিনে জেনে নিন মানুষটা সম্পর্কে। এমন মানুষ তো রোজ রোজ আসেন না এই পৃথিবীতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ১৯৪৮ সালে ফরোয়ার্ড ব্লকের দায়িত্ব নিয়েছিলেন। সেই থেকে টানা ৬৬ বছর ছিলেন দলের শীর্ষ পদে। জাতীয় রেকর্ড তো বটেই।


২) অশোক ঘোষ ফরোয়ার্ড ব্লকের সদস্য হয়েছিলেন ১৯৩৯ সালে।


৩) অশোক ঘোষের জন্ম হয় ১৯২১ সালের ২ জুলাই।


৪) চলে তো গেলেন আজ। শেষ বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪ ফেব্রুয়ারি। আর বাড়ি ফেরা হয়নি তাঁর।


৫) অশোক ঘোষের নাম রয়েছে লিমকা বুক অফ রেকর্ডসে। এত বছর ধরে কোনও রাজনৈতিক দলের শীর্ষ পদে আর কেউ কখনও থাকেননি যে। সম্ভাবত, খুব শীঘ্রই তাঁর নাম উঠবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও।