নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত গার্ডেনরিচ থানার এক শীর্ষ আধিকারিক। করোনা সন্দেহে বেশ কিছুদিন পর্যবেক্ষণে ছিলেন ওই শীর্ষ আধিকারিক। নমুনা পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর। এরপরেই চূড়ান্ত সতর্কতা নেওয়া হয় স্বাস্থ্য ভবনের তরফ থেকে। গোটা থানার পরিস্থিতি তাঁরা খতিয়ে দেখছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কারা কারা ওই আধিকারিকের সংস্পর্শে এসেছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাঁদেরও কোয়ারেন্টিনে পাঠানো হতে পারে বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর। থানা ঘিরে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ স্বাস্থ্য ভবন। জানা গিয়েছে, এদিন হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন ওই শীর্ষ আধিকারিক। ১৫ এপ্রিল তাঁকে ভর্তি করা হয় এমআর বাঙুর হাসপাতালে। এরপর পরীক্ষার জন্য পাঠানো হয় নমুনা। এরপরই সতর্ক হয় প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তার খাতিরে পদক্ষেপ করতে শুরু করা হয়। জানা গিয়েছে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করবে স্বাস্থ্য ভবন।