শহরে ফের পুলিস সেজে `প্রতারণা`, গ্রেফতার প্রাক্তন সিভিক ভলান্টিয়ার
ক`দিন আগেই কলকাতায় ধরা পড়েছে ভুয়ো IPS অফিসার।
নিজস্ব প্রতিবেদন: শহরে ফের পুলিস সেজে 'প্রতারণা'। অভিযুক্তকে গ্রেফতার করলেন লালবাজারের গোয়েন্দারা। সে আবার একসময়ে সিভিক ভলান্টিয়ারের চাকরি করত বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঠিক কী? পুলিস সূত্রে খবর, ধৃতের নাম সুমন ভৌমিক। একসময় কলকাতা পুলিসে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি করত সে। অথচ নিজেকে পুলিসের পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিত বলে অভিযোগ। শুধু তাই নয়, ভুয়ো টেন্ডারের মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে আবার নাকি ৪৮ লক্ষ টাকা হাতিয়েও নিয়েছে সুমন! অভিযোগ পাওয়ার পর তত্পর হন লালবাজারে গোয়েন্দারা। গ্রেফতার করা হয় 'প্রতারক'-কে।
প্রসঙ্গত, দিন কয়েক কলকাতার ভুয়ো IPS অফিসারের হদিশ মেলে। স্রেফ অভিযুক্ত রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই-কেই নয়, তার নিরাপত্তারক্ষী ও গাড়ির চালককেও গ্রেফতার করা হয়। এমনকী, ভুয়ো আইপিএস অফিসার ও তার নিরাপত্তারক্ষীর কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র। অভিযোগ, নিজেকে IPS অফিসার পরিচয় দিয়ে নীলবাতি লাগানো গাড়িতে চেপে ঘুরে বেড়াত রাজর্ষি। একাধিক ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিত। পুলিসে অভিযোগ দায়ের করেন একবালপুরের এক ব্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতে রাজর্ষি-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিস।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)