নিজস্ব প্রতিবেদন- ৬০ নম্বর ডা. সুধীর বোস রোডের এক বহুতলে রক্তারক্তি কাণ্ড। মা ও দুই মেয়েকে খুনের চেষ্টা করে এক ব্যক্তি। তার পর খুনি নিজেই থানায় গিয়ে ধরা দেয় বলে জানা যাচ্ছে। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান দুই মেয়ের মা। দুই মেয়ের অবস্থা এখনও আশঙ্কাজনক। একবালপুরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই পরিবারের তিনজন খুনের চেষ্টার পর খুনি নিজেই থানায় গিয়ে ধরা দেওয়ায় পুলিসও কিছুটা হতভম্ব। এলাকা ও ওই বহুতল ঘিরে রেখেছে পুলিসের বিশাল বাহিনী। তদন্ত চলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  কলেজ স্কোয়ার পার্ক থেকে সাতসকালে উদ্ধার রক্তাক্ত দেহ


ঠিক কী কারণে মা ও দুই মেয়েকে খুনের চেষ্টা করা হয়েছে তা নিয়ে প্রথমে দ্বন্দ্বে ছিল পুলিস। পরে জানা যায়, পারিবারিক বিবাদের জেরেই মা ও দুই মেয়ের উপর হামলা চালায় ওই ব্যক্তি। হামলাকারী ওই মহিলার স্বামীর খুড়তুতো ভাই বলে জানা যাচ্ছে। সেই ব্যক্তি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে জানান, বৌদি ও দুই ভাইঝিকে এলোপাথাড়ি কুপিয়েছেন তিনি। এমন ঘটনার কথা শুনে শিউরে ওঠেন পুলিসকর্মীরাও। ঘটনাস্থলে আসেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।