নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর মুখের ছবি ব্যবহার করে ফেসবুকে মানহানিকর ভিডিয়ো পোস্টের অভিযোগ। লালাবাজারে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করলেন হুগলি জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার লালবাজারের সাইবার পুলিস স্টেশনে দ্বারস্থ হন তিনি।  অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর মুখের ছবি বিকৃত করে একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে। এরপর ফেসবুকে ভিডিয়ো পোস্ট করা হয়েছে ফেসবুকে।রাজা চক্রবর্তী নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে এই অপরাধমূলক কাজটি করা হয়েছে।  এই ধরনের ভিডিয়ো অত্য়ন্ত মানহানিকর, কুরুচিকর। অভিযুক্তের বিরুদ্ধে পুলিসকে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তৃণমূল নেতা কুন্তল ঘোষ। অভিযোগটি হুগলি কমিশনারেটে পাঠিয়েছে লালবাজার




আরও পড়ুন: ব্যাঙ্ক-পোস্ট অফিস কর্মীদের জন্য সুখবর, আজ থেকেই চড়তে পারবেন স্টাফ স্পেশ্যাল ট্রেনে


আরও পড়ুন: মহার্ঘ জ্বালানি, কলকাতায় ডিজেল ৯০ ছুঁইছুঁই