নিজস্ব প্রতিবেদন:কলকাতাতে করা হবে মাইক্রো কন্টেনমেন্ট জোন।  স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে এখনই লকডাউনের কোনও সিদ্ধান্ত নেই রাজ্যে। কিন্তু করোনা বিধি নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। যার আওতায় থাকবে মাইক্রো কন্টেনমেন্ট জোন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি বাড়িতে ৫ জনের বেশি আক্রান্ত হলে সেই বাড়িকে  মাইক্রো কন্টেনমেন্ট জোন করা হবে। প্রথম দফায় যে কন্টেনমেন্ট জোন করা হয়েছিল তার চেয়ে ছোট এলাকায় করা হবে। 


কিন্তু এই নিয়ম কবে থেকে লাগু হবে তা জানা যায়নি। কন্টেনমেন্ট জোনের দেখভালে থাকবে জেলা প্রশাসক, কলকাতা পুরসভা।