কলকাতায় `রবীন্দ্র স্মরণে ২০২৩`, উদ্বোধনে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী
এবছর বাইশে শ্রাবণ দিনটি ছিল মঙ্গলবার। আশি বছর আগে ভরা বর্ষায় প্রয়াত হয়েছিলেন বিশ্বকবি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেরি হল খানিক। ২২ শ্রাবণ উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হল 'রবীন্দ্র স্মরণে ২০২৩'। কোথায়? বেনিয়াপুকুর লাইব্রেরি অ্যান্ড ক্লাবে। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদিকা অভিনেত্রী পায়েল সরকার-সহ আরও অনেকে।
আরও পড়ুন: Jadavpur University Student Death: স্বপ্নদীপের অপমৃত্যুতে গ্রেফতার সৌরভ, জেরা স্বয়ং কমিশনারের!
বাঙালির কাছে রবীন্দ্রনাথ নিত্যদিনের। বঙ্গজীবনে আজও প্রাসঙ্গিক। ২৫ বৈশাখ যতটা আনন্দের, ২২ শ্রাবণ ঠিক ততটাই দুঃখের। বছরের এই ২ দিনে কবিকে যেন মনে পড়ে আরও বেশি করে! এবছর বাইশে শ্রাবণ দিনটি ছিল মঙ্গলবার। আশি বছর আগে ভরা বর্ষায় প্রয়াত হয়েছিলেন বিশ্বকবি।
২২ শ্রাবণ উপলক্ষ্যে উত্তর কলকাতায় বেনিয়াপুকুর লাইব্রেরি অ্যান্ড ক্লাবে যৌথভাবে অনুষ্ঠান করলেন চয়নী কলা সঙ্গমের কর্ণধার লোপামুদ্রা মুখোপাধ্যায় ও পায়েল সরকার অর্গানাইজেশনের কর্নধার পায়েল সরকার। সঙ্গে ছিল কচিকাঁচাদের নৃত্য় পরিবেশন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: লাল গোলাপের তোড়ায় বুদ্ধকে শুভেচ্ছা কুণালের