নিজস্ব প্রতিবেদন: সাতসকালে শুটআউট দমদমে। দমদম ফায়ার স্টেশনে কর্মীকে লক্ষ করে গুলি। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণরক্ষা কর্মী স্নেহাশিস রায়ের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার সকাল ৮.৩০ নাগাদ দমদম ফায়ার স্টেশনের দমকল কর্মী স্নেহাসিশ রায়কে লক্ষ করে গুলি চালায় এক যুবক। জানা গেছে কিছুদিন আগেই গাড়ি নিয়ে রেশারেশির কারনে একজনের সঙ্গে বচসা হয় তাঁর। 


এরপরেই মঙ্গলবার সকালে ওই যুবক ফিরে আসে। সেই সময় ফায়ার স্টেশনের ভেতরেই ছিলেন তিনি এবং তাঁকে সেখান থেকে বাইরে ডাকা হয়। এরপরেই তাঁকে লক্ষ করে গুলি চালানো হয়। 


আরও পড়ুন: Forward Bloc: দুর্দিনেও 'গোষ্ঠীকোন্দল'! রাজ্য সম্পাদক বনাম প্রাক্তন বিধায়ক 'দ্বন্দ্বে' জেরবার ফরওয়ার্ড ব্লক


গোটা ঘটনার বিষয়টি দমদম থানায় জানানো হয়। এরপরেই এলাকায় আসে দমদম থানার পুলিস। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে তারা। গোড়াবাজারের মতো জনবহুল এলাকায় সকালে এই ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকাবাসী।    


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)