SSC: মেধাতালিকায় বেশি নম্বর পেয়েও মেলেনি চাকরি! ফের মামলা হাইকোর্টে
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই হাইস্কুলে চাকরি পেয়েছেন ববিতা সরকার ও প্রিয়াঙ্কা সাউ। মেধাতালিকায় তাঁর নম্বর প্রিয়াঙ্কার থেকেও বেশি! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন আলিপুরদুয়ারের এক চাকরিপ্রার্থী।
অর্ণবাংশু নিয়োগী: ব্যবধান মাস তিনেকের। প্রিয়াঙ্কা সাউয়ের পর এবার চাকরির দাবিতে হাইকোর্টে মামলা করলেন এসএসসি-র আরও এক চাকরিপ্রার্থী। মামলাকারীর দাবি, মেধাতালিকায় তাঁর নম্বর প্রিয়াঙ্কার থেকেও বেশি! জানুয়ারিতে মামলার শুনানি।
ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। সেবছর SLST-র মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে নিয়োগের পরীক্ষায় বসেছিলেন প্রিয়াঙ্কা সাউ। চাকরি পেলেন না কেন? হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। দাবি, মেধাতালিকায় নম্বর বেশি থাকা সত্ত্বেও নিয়োগ করা হয়নি। মামলার শুনানিতে এসএসসির তরফে জানানো হয়, মেধাতালিকা অনুযায়ী যখন মহিলা বিভাগে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তখন ডাকা হয়েছিল প্রিয়াঙ্কাকেও।কিন্তু অন্য প্রার্থীদের নম্বর বেশি ছিল। সেকারণেই তাঁকে চাকরি দেওয়া যায়নি। কিন্তু সেই যুক্তি ধোপে টেকেনি। হাইকোর্টে নির্দেশে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক পদে চাকরি পেয়েছেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন: Primary TET 2022: টেট দিচ্ছেন মা, খিদেয় ছটফট করা মাসদেড়েকের শিশুকে সামলালেন পুলিসকর্মী...
স্রেফ মামলাকারীকে চাকরি দেওয়া নয়, ২০১৬ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণিতের চাকরিপ্রার্থীর নম্বরও প্রকাশ করেছে এসএসসি। প্রিয়াঙ্কার প্রাপ্ত নম্বর ছিল ৬৮. ৫০ শতাংশ। আলিপুরদুয়ারের বাসিন্দা প্রীতি নার্জিনারীর দাবি, মেধাতালিকায় তাঁর নম্বর প্রিয়াঙ্কা থেকেও বেশি! কত? ৬৮.৮৩ শতাংশ। তাহলে কেন চাকরি পাবেন না? হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে মামলা করেছেন তিনি। এখন নবম-দশম শ্রেণিতে শিক্ষকতা করছেন প্রীতি।
এর আগে, শিলিগুড়ির ববিতা সরকারকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ২০১৬ সালে SLST-র মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে চাকরিপ্রার্থী ছিলেন তিনি। রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার বদলে এখন কোচবিহারের মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করছেন ববিতা।