কমলিকা সেনগুপ্ত: বিধানসভায় মাছের বাজার। মাছ বিলোল মত্‍স্য দফতর। আর তা নিতে লাইনে দাঁড়ালেন মন্ত্রী থেকে সান্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বাঁচতে হলে মমতাকে আলিমুদ্দিনে আসতে হবে: গৌতম দেব


অধিবেশন তখন শেষের দিকে। বিধানসভবনের পিছন দিকে হুলুস্থুল পড়ে গেল। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়া নয়। এই লাইন মাছের। 


আরও পড়ুন- মেয়েকে ধর্ষণ করানোর অভিযোগ সত্ মায়ের বিরুদ্ধে


বিধানসভায় মাছ বিলোচ্ছে মত্‍স্য দফতর। বিধায়ক থেকে কেরানি, সকলেই উপভোক্তা। বিধায়কদের জন্য বরাদ্দা জোড়া ইলিশ। কোনও কোনও বিধায়ক ৩টি ইলিশও নিলেন। বিধানসভার কর্মীরা পেলেন রুই ও কাতলা। মাছের টানে লম্বা হয়ে গেল লাইন। ব্রিটিশ আমলের দরদালালেন এমুড়ো-ওমুড়ো মাথার ভিড়। ঘেমে নেয়ে মাছ নিয়ে বেরোনোর সময় মুখে বিজয়ীর হাসি। মাছেভাতে বাঙালি। মাছেভাতে বাংলার বিধানসভা।