নিজস্ব প্রতিবেদন: ফের রাতের শহরে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। হোমের ওই বাসিন্দাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্চসায়র এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, মানসিক কিছু সমস্যা ছিল বছর ৩৫-এর ওই মহিলার। সে কারণেই হোমে থাকতেন তিনি। সোমবার রাতে আচমকাই হোমের তালা ভেঙে বাইরে বেরিয়ে যান তিনি, হাঁটতে থাকেন পিয়ারলেসের ইনের দিকে। এরপরই একটি সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায় তাঁর সামনে। মহিলাকে তুলে নিয়ে রাতভর অত্যাচার চালানো হয় তাঁর ওপর। এরপর মঙ্গলবার সোনারপুর স্টেশন এলাকায় রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। 



নিগৃহীতার বয়ান অনুযায়ী, বেধড়ক মারধর করা হয়ে তাঁকে। গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় মাথায় গুরুতর চোটও পান তিনি। অজ্ঞান হয়ে যান সেখানেই। জ্ঞান ফিরলে, স্থানীয়দের সহায়তায় গড়িয়ায় মাসির বাড়িতে পৌঁছয় সে। খবর যায়, বেহালায় দিদির কাছে। পঞ্চসায়র থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নিগৃহীতার পরিবার। 


তাঁর বয়ানে ফিরোজ নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। তবে পুলিস আশ্বস্ত করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিস। হোম ও রাস্তার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিস। অভিযুক্তদের খোঁজ শুরু করা হয়েছে। ঘটনায় প্রশ্ন উঠছে হোমের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। নিরাপত্তাহীনতায় ভুগছেন নিগৃহিতার পরিবারও।